ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
বাজারে আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড

দেশের বাজারে এসেছে প্রযুক্তিপণ্যের নামকরা ব্র্যান্ড আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড। জিটিএক্স৭৮০টিআই-ওসি মডেলের হাই-এন্ড গেমিং পণ্যটি এনেছে গ্লোবাল ব্র্যান্ড।



দীর্ঘ স্থায়িত্ব এবং পিসি গেমিংয়ে অভূতপূর্ব কার্যসম্পাদন নিশ্চিত করতে এতে রয়েছে সুপার অ্যালয় পাওয়ার এবং ওভারক্লকিং ফিচার। এর অন্যান্য বৈশিষ্ট্যে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৮০টিআই গ্রাফিক্স ইঞ্জিন যেটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের, ডুয়াল ফ্যান কুলিং ফিচার, ২ জিবি ভিডিও মেমোরি, ৫৪০০ মেগাহার্জ মেমোরি ক্লক, ১২৮-বিট মেমোরি ইন্টারফেস, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট, ভিজিএ পোর্ট।

গ্রাফিক্স কার্ডটি এসএলআই মাল্টি-জিপিইউ, এনভিডিয়া থ্রি-ডি ভিশন, এনভিডিয়া জিপিইউ বুস্ট ২.০ ডাইরেক্ট এক্স ১১, এইচডিসিপি সমর্থন করে। ১৫ হাজার ৫’শ টাকায় পাওয়া যাবে এটি।

বাংলাদেশ সময়:১৬২০ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।