ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুসের মিমো প্রযুক্তির নতুন ওয়্যারলেস রাউটার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
আসুসের মিমো প্রযুক্তির নতুন ওয়্যারলেস রাউটার

বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের নতুন ওয়্যারলেস রাউটার দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরটি-এন১২ডি১ মডেলের এই রাউটারটিতে একইসাথে ডেটা ট্রান্সমিশন এবং রিসিভের জন্য রয়েছে মাল্টিপল ইনপুট এবং মাল্টিপল আউটপুট (মিমো) প্রযুক্তির ২টি শক্তিশালী অ্যান্টেনা।

এর মাধ্যমে বাধাহীনভাবে এইচডি ভিডিও স্ট্রিমিং, ভিওআইপি কল এবং অনলাইন গেম খেলা যায়। তার বা তারহীন নেটওয়ার্ক গঠনে আছে ১টি ওয়্যান পোর্ট, ৪টি ল্যান পোর্ট।

ডিভাইসটি রিপিটার অথবা অ্যাকসেস পয়েন্ট হিসেবেও ব্যবহার করা যায়। রাউটারটির মাধ্যমে ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন এবং এক্সেস কন্ট্রোল ব্যবহার করে ভার্চুয়াল ওয়্যারলেস রাউটার তৈরি করে ৪টি আলাদা নেটওয়ার্ক গঠন করা যায়।

অন্যান্য সুবিধায় আছে ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং, এনক্রিপশন, অর্থেন্টিকেশন, নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা।

দাম পড়বে ৩ হাজার ৫‘শ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।