ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি’র নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
এইচপি’র নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার

এইচপি ব্র্যান্ডের ‘লেজারজেট প্রো এম১৫৩৬ডিএনএফ’ মডেলের নতুন একটি প্রিন্টার দেশের বাজারে আনল স্মার্ট টেকনোলজিস। মাল্টিফাংশনাল এবং সাশ্রয়ী খরচে প্রিন্টিং উপযুক্ত এই প্রিন্টারটির সাহায্যে ডুপ্লেক্স ও নেটওয়ার্ক প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়।



এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ২৬ পিপিএম প্রিন্টিং স্পীড, ৬০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্ট রেজ্যুলেশন, ১২০০ বাই ১২০০ স্ক্যান ও কপি রেজ্যুলেশন, ২০৩ বাই ১৯৬ ফ্যাক্স রেজ্যুলেশন, হাই স্পীড ইউএসবি ২.০ পোর্ট, ইথারনেট নেটওয়ার্ক পোর্ট।

প্রিন্টারটির মাসিক ডিউটি সাইকেল ৮ হাজার পেজ।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ‘লেজারজেট প্রো এম১৫৩৬ডিএনএফ’ এর বাজার দর ৩৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২২২৩ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।