ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে এবারই আইফোনের বিক্রি বেশি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
ভারতে এবারই আইফোনের বিক্রি বেশি

সব সময়ের চেয়ে ভারতে এবারই সর্বাধিক বিক্রি হয়েছে অ্যাপলের নতুন আইফোন।

মাত্র ৭২ ঘণ্টায় আইফোন ৬, ৬ প্লাস বিক্রি হয়েছে ৫৫ হাজার।

কিন্তু অ্যাপল পণ্যের বিপুল চাহিদা থাকলেও সেই পরিমান যোগান নেই এখানে। ফলে কেনাকাটায় যে প্রবল উত্তেজনা বিরাজ করছিল তা ধরে রাখতে পারেনি অ্যাপল।  

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, অ্যাপলের নতুন দুটি আইফোনের বিক্রি কার্যক্রম ভারতে শুরুর আগে ৫৫ হাজার আইফোন ৬ আর ৬ প্লাসের চালান দেয় অ্যাপল। আর এতো কম সময়ে মজুদ ফুরিয়ে যওয়া আইফোনের ক্ষেত্রে ভারতে এটাই প্রথম।

অন্য একটি সংবাদমাধ্যম জানায়, যারা এ মুহূর্তে নতুন আইফোনের প্রত্যাশা করছে তাদের  কমপক্ষে ৩ দিন অপেক্ষা করতে হবে। কারণ অ্যাপল ইন্ডিয়ার সংশ্লিষ্ট একজনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে নতুন আইফোনের চালান আসতে কিছুদিন সময় লাগবে। স্টকের সময়টাও তিনি উল্লেখ করেন।

এছাড়া রেডিংটন, ইনগ্রাম মাইক্রো, রাশি পেরিফেরাল এবং রিলায়েন্স অ্যাপল অনুমোদিত নতুন দুটি মডেলের আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলেছে এ সময় আরো বেশি হতে পারে।

এদিকে ভারতের মাটিতে নতুন আইফোন যে সব সময়ের তুলনায় অত্যাধিক চাহিদার পণ্য হিসেবে বিবেচিত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বলছে বাজার বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।