ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেপালে গ্লোবাল ব্র্যান্ডের সম্মেলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
নেপালে গ্লোবাল ব্র্যান্ডের সম্মেলন

বাংলাদেশে লেনোভো পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড লেনোভো ডিলারদের নিয়ে নেপালে এক কর্মসূচির আয়োজন করে। ১৫ থেকে ১৮ অক্টোবর ৪ দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিন ডিলার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন।



লেনোভো পণ্য বিক্রয়, প্রচার এবং প্রসারের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় লেনোভো পণ্যের বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তাদের লেনোভোর পক্ষ থেকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।

নেপালের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পরবর্তী দিনগুলোতে তারা কাঠমন্ডুর ডুলিখেল, শোয়াম্ভুনাথ, দরবার স্কোয়ার, কিং প্যালেস, ফোখরার ডেভিস’স জলপ্রপাত, গুপ্তেশ্বর গুহাসহ নেপালের বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডের ডিলাররা লেনোভো পণ্য বিক্রয়ে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করায় নেপালে এই সম্মেলন এবং আনন্দায়ক ভ্রমণের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।