ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম্ফনি’র নতুন স্মার্ট ফোন এক্সপ্লোরার এইচ ৫০

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
সিম্ফনি’র নতুন স্মার্ট ফোন এক্সপ্লোরার এইচ ৫০

ঢাকা: দেশের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার নিয়ে এলো জি + এফ + এফ প্রযুক্তি সম্পন্ন হ্যান্ডসেট এক্সপ্লোরার এইচ ৫০। এ হ্যান্ডসেটের ৫ ইঞ্চি আই,পি,এস এইচ ডি ডিসপ্লের টাচ কোয়ালিটি অনেক বেশি উন্নত।

১২৮০ X ৭২০ রেজ্যুলেশনের ডিসপ্লে, ব্যবহারকারীদের ঝকঝকে এবং নিখুঁত ছবি, ভিডিও দেখার অভিজ্ঞতা প্রদান করবে।

এছাড়া এক্সপ্লোরার এইচ ৫০ হ্যান্ডসেটটির ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতে রয়েছে অটো- ফোকাস। এ কারণে ৮ মেগাপিক্সেল ব্যাক এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাহায্যে আরও শার্প ছবি এবং সেলফি তোলা যাবে। ফ্ল্যাশ লাইট, ফেস বিউটি, কন্টিনিউয়্যাস শট, প্যানোরমাসহ আরও অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে ক্যামেরাতে।

এ হ্যান্ডসেটটির ব্যাটারির ক্ষমতা ২০০০ এম এ এইচ এবং এর ১ অ্যাম্পিয়ার চার্জার স্বল্প সময়ে ব্যাটারি চার্জ করতে সক্ষম। ১ জিবি র‍্যাম এর সাথে এক্সপ্লোরার এইচ ৫০ তে ব্যাবহার করা হয়েছে ৮ জিবি রম এবং ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। মাত্র ৮.৪ মিলিমিটার স্লিম এবং নান্দনিক ডিজাইনের এ হ্যান্ডসেটটিতে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, এজিপিএস, জি-সেন্সর, প্রক্সিমিটি অ্যান্ড ম্যাগনেটিক সেন্সরসহ আরও অনেক অপশন রয়েছে ।
অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এক্সপ্লোরার এইচ ৫০ হ্যান্ডসেটটির মূল্য মাত্র ১০ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।