ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ ১০’র জন্য ১০ লাখ সাইন আপ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
উইন্ডোজ ১০’র জন্য ১০ লাখ সাইন আপ!

ব্যবহারকারীদের উইন্ডোজের সবশেষ ভার্সন উইন্ডোজ ১০ এর আগাম অভিজ্ঞতা দিতে মাইক্রোসফট সফটওয়্যারটির টেকনিক্যাল প্রিভিউ ভার্সন ছাড়ে প্রায় সপ্তাহ দুয়েক আগে। এরইমধ্যে নতুন এই সফটওয়্যারের সাইন আপ হয়েছে ১০ লাখ।



সোমবার এক ব্লগে মাইক্রোসফট উইন্ডোজ ভিপি জো বেলফিওর সুখবরটি দেন। এরপর সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হতে শুরু করে।

ব্যবহারকারীদের চাহিদা প্রসঙ্গে মাইক্রোসফট জানান, এতে শুধুমাত্র নিজেদের আগ্রহই নয় বিপুল সংখ্যক ‍ব্যবহারকারীদের ব্যাপক উত্তেজনা রয়েছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে।

মাইক্রোসফটের দাবি, প্রকাশের প্রায় দুই সপ্তাহেই উইন্ডোজ ১০ এর জন্য ১০ লাখ সাইন-আপ হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ সফটওয়্যারটি ব্যবহার করছে। এবং বহু ব্যবহারকারীরা পরবর্তী প্রজন্মের এই হালনাগদটি পেতে প্রচন্ড চেষ্টা করেছে। প্রমাণ হিসেবে ব্যবহারকারীদের থেকে পাওয়া ২ লাখের বেশি প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরেন মাইক্রোসফট। যারা সম্পূর্ণভাবে নতুন সফটওয়্যারটি উপভোগ করেছে। ব্যবহারকারীদের পছন্দ অপছন্দের মত প্রকাশের জন্য এতে ফিডব্যাক বিল্ডইন অ্যাপ যুক্ত আছে।

অবশ্য, ডাউনেলোডের সংখ্যা উল্লেখ করেনি মাইক্রোসফট। তবে এটা জানিয়েছে যে ভার্চুয়াল মেশিন থেকে ৩৬ শতাংশ, অর্জিনাল পিসি থেকে ৬৪ শতাংশ ইন্সটল হয়েছে।

এছাড়া অ্যাপ ব্যবহার প্রসঙ্গে জানানো হয়, উইন্ডোজ ১০’র ৬৮ শতাংশ ব্যবহারকারী দিনে ৭ টির বেশি অ্যাপ ব্যবহার করছে। নতুন সফটওয়্যারটি থাকা ২৫ শতাংশ ডিভাইসে দিনে ২৬ টির বেশি অ্যাপ এবং ৫ ভাগ ডিভাইসে ৬৮ টি ‍অ্যাপ ব্যবহার হয়েছে।

উল্লেখ্য, উইন্ডোজ ১০ যা মোবাইল ফোন, ট্যাব, পিসি, এক্সবক্স গেম কনসোল সহ প্রায় সব ডিভাইসে ব্যবহার করা যাবে।

মাইক্রোসফট আরো জানান, নতুন এই সফটওয়্যারের টেকনিক্যাল প্রিভিউ যারা গ্রহণ করেছে তাদের থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং অনুরোধের ভিত্তিতে নির্দিষ্টভাবে কাজ করা হচ্ছে। তাদের প্রতিশ্রুতি এটাও যে আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের আগে ব্যবহারকারীদের পছন্দের উপযোগী করতে এই কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।