ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২৫ লাখ মুসলিম এর ফেসবুক ছাড়ার ঘোষণা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০
২৫ লাখ মুসলিম এর ফেসবুক ছাড়ার ঘোষণা

সামাজিক সাইট ফেসবুকে ইসলামভিত্তিক পৃষ্ঠা মুছে দেওয়ায় বিশ্বের ২৫ লাখ ফেসবুক ব্যবহারকারী মুসলিম সাইটটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, আগামী ২১ জুলাইয়ের মধ্যে ওয়েবপৃষ্ঠাগুলো পুনরায় যুক্ত করতে হবে।

এমনটি না হলে তারা ফেসবুক ছেড়ে যোগ দেবে মদিনা ডটকম সাইটে।

সম্প্রতি ফেসবুক থেকে আই লাভ মুহাম্মদ, কোরআন লাভারস ছাড়াও ৪টি জনপ্রিয় ইসলামভিত্তিক ওয়েবপৃষ্ঠা মুছে ফেলা হয়। সিদ্ধান্তটি ফেসবুক ব্যবহারকারী মুসলমানদের মনে বেশ ক্ষোভের সঞ্চার করে। তাছাড়া ফেসবুক এর প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ও উচ্চপদস্থ কমকর্তারা ২৫ লাখ মুসলমানের ধর্মীয় অনুভূতি অবহেলা করেছে বলেও অভিযোগ উঠে। অন্যদিকে ফেসবুকে প্রায়ই ইসলামবিরোধী বিষয়বস্তু প্রচার হওয়ায় তিব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়।

এ মুহূর্তে ফেসবুক ছাড়ার ঘোষণাটি নিয়ে সাইটটিতে বেশ কয়েকটি গ্রুপ সোচ্চার হয়েছে। আবার গ্রুপগুলো অন্য সব মুসলিম ফেসবুক ব্যবহারকারীকে ফেসবুক ছাড়ায় অনুপ্রাণিত করছে। তাই দাবি বাস্তবায়ন না হলে ২১ জুলাইয়ের পরই তারা মদিনা ডটকম সাইটে যোগ দেবে। অন্যদিকে ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে এখনও তেমন কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।