ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইলে ফেসবুক ভোক্তার সংখ্যা ১৫ কোটি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০
মোবাইলে ফেসবুক ভোক্তার সংখ্যা ১৫ কোটি

দ্রুতই বাড়ছে সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক এর জনপ্রিয়তা। এ মুহূর্তে বিশ্বে ফেসবুক ভোক্তার সংখ্যা ৫০ কোটি।

সম্প্রতি ফেসবুক মোবাইল প্রোডাক্ট এর মুখপাত্র এরিক সাঙ্গ জানান, বিশ্বের মোট ফেসবুক ভোক্তার ১৫ কোটিই হচ্ছেন মোবাইলভিত্তিক।

উল্লেখ্য, গত এপ্রিলে অনুষ্ঠিত এফ৮ সম্মেলনে ফেসবুক এর প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, মোবাইল সংস্করণে ফেসবুক এর মোট ভোক্তার সংখ্যা ১০ কোটি। আর গত ১৩ জুলাই সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত মোবাইলবিট ২০১০ পর্বের সম্মেলনে ১৫ কোটি মোবাইল ফেসবুক ভোক্তার কথা জানান এরিক সাঙ্গ। অর্থাৎ গত দুই মাসে মোবাইলভিত্তিক ফেসবুক ভোক্তার সংখ্যা ৫ কোটি বেড়ে তা এ মুহূর্তে দাঁড়িয়েছে ১৫ কোটিতে।

এরিক সাঙ্গ জানান, আগামী ৬ মাসের মধ্যে সংখ্যাটি আরও বাড়বে। কারণ ফেসবুক অ্যান্ড্রুয়েড ও আইফোন এর ব্রাউজিং অ্যাপলিকেশন উপযোগী ইন্টারফেস তৈরিতে কাজ করছে। যা ডেস্কটপ কমপিউটার স্ক্রিণের মতই মোবাইলেও ফেসবুক এর মূল পর্দা প্রদর্শন করবে।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।