ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যারিফ নির্বাচনে অসর্তকতা : বছরে ৮০ কোটি পাউন্ড অপচয়

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
ট্যারিফ নির্বাচনে অসর্তকতা : বছরে ৮০ কোটি পাউন্ড অপচয়

ট্যারিফ বাছাইয়ে অসচেতন হওয়ায় বিশ্বের মোবাইল ভোক্তারা বছরে ৮০ কোটি পাউন্ড নষ্ট করছে। সম্প্রতি তথ্যটি জানায় মোবাইল কলরেট পর্যবেক্ষক ওয়েবসাইট টপটেন ডটকম।



টপটেন ডটকম ওয়েবসাইট সূত্রে জানা যায়, বিশ্বের বেশির ভাগ মোবাইল ভোক্তারা নিজেদের জন্য উপযুক্ত ট্যারিফ নির্বাচনে সংশয়ে থাকেন। ফলে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করতে হয়। মোবাইল ট্যারিফ নির্বাচনে সচেতন হলে প্রত্যেকে বছরে ৬২ পাউন্ড সঞ্চয় করতে সক্ষম হতো। তাই অতিরিক্ত ব্যয় থেকে বাঁচাতে ভোক্তাদের ট্যারিফ নির্বাচনে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে টপটেন ডটকম। তাছাড়া নতুন ট্যারিফ নির্বাচনের আগে পুরাতন ট্যারিফের খরচ তুলনা করার পরামর্শও দেওয়া হয়।    

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।