ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপারেটর ইনবক্স:::

রবি এখন বাংলাভাষার ওয়েবসাইটে

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
রবি এখন বাংলাভাষার ওয়েবসাইটে

বিজয়ের মাসে রবি চালু করলো বাংলাভাষার সেবাভিত্তিক ওয়েবসাইট। দেশের মোবাইল সেবাদাতার মধ্যে অন্যতম রবি (একটেল) ক্রমেই তাদের গ্রাহক সেবার মান্নোয়নে নানামুখী উদ্যোগ নিচ্ছে।

রবি সূত্র এ তথ্য জানিয়েছে।  

বাংলাভাষাভিত্তিক এ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাইকেল ক্যুনার। আরও উপস্থিত ছিলেন রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশের অন্য সব মোবাইল সেবাদাতার মধ্যে রবিই প্রথম বাংলাভাষার ওয়েবসাইট চালু করলো। ভবিষ্যতেও গ্রাহক সেবার মান্নোয়নে এ সাইটে নিত্যনতুন পরিবর্তন আনা হবে বলে রবি সূত্র জানিয়েছে।

রবির অ্যাকটিভেশনের সংযোগ, বিশেষ প্যাকেজ, কলরেট, সেবা এবং সহজলভ্যতা সম্পর্কে জানতে গ্রাহকরা www.robi.com.bd/bangla এ সাইটে প্রয়োজনীয় তথ্য পাবেন। নিয়মিত এ সাইট আপডেট রাখা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪২, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।