ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যাবলেট পিসি ও স্মার্টফোনের জন্য ইন্টেল চিপ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
ট্যাবলেট পিসি ও স্মার্টফোনের জন্য ইন্টেল চিপ!

অচিরেই তথ্যপ্রযুক্তির বাজারে আসছে ইন্টেলের নতুন চিপ। মূলত ট্যাবলেট কমপিউটার এবং স্মার্টফোনের জন্য এ চিপ তৈরি করা হয়েছে।

ইন্টেল সূত্র এ তথ্য জানিয়েছে।

ইন্টেলের প্রধান নির্বাহী পল ওতিলিনি জানান, এ চিপ আগামী বছরের শেষদিকে উন্মোচনের সম্ভাবনা আছে। বিভিন্ন ব্র্যান্ডের ৩৫টি ট্যাবলেট কমপিউটারে এ চিপ ব্যবহার করা হবে। এ মুহূর্তে এ চিপযুক্ত বেশ কিছু ট্যাবলেট কমপিউটার বাজারে আছে।

উল্লেখ্য, এ চিপ ডেল, আসুস, লেনোভো এবং তোশিবা ছাড়াও বেশ কিছু ব্র্যান্ডের ট্যাবলেট কমপিউটারে ব্যবহার করা হবে। এতোদিন নেটবুক কমপিউটারগুলোতে ইন্টেল চিপ বহুল ব্যবহার হলেও নোটবুক বা স্মার্টফোনে এ চিপ তেমন সুবিধা করে উঠতে পারেনি।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এখন এ চিপের চমক সুবিধা উপভোগের অপেক্ষায় আছেন আগ্রহীরা। কারণ নতুন এ চিপে কারিগরি বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে বলে ইন্টেল সূত্র জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।