ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফটের নতুন গেম অবমুক্ত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফটের নতুন গেম অবমুক্ত

অবমুক্ত হলো বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভিডিও গেম ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট (ডব্লিউওডব্লিউ) এর তৃতীয় সংস্করণ। নাম ক্যাটাকাইজম।

গত ছয় বছর ধরে বিশ্বজুড়ে ডব্লিওওডব্লিও গেমটির জনপ্রিয়তা অুন্ন আছে।

আর এ ছয় বছরে এবারই গেমটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। মূলত গেমটির জিওগ্র্যাফিক্যাল পটভূমিগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

এরই মধ্যে এ গেমটি ঘিরে বিশ্বের খ্যাতনামা গেম বিপণনকারী শপিং মলগুলোতে আগ্রহী গেমারদের ভিড় বাড়ছে। এ দোকানগুলো ডব্লিউওডব্লিউ গেম বিক্রি উপলক্ষে পুরো রাত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন, এ গেম বিশ্বের পুরো ভিডিও গেম সাম্রাজ্যে বড় ধরনের নাড়া দেবে। তাছাড়া নির্মাতা প্রতিষ্ঠানও এ গেম বিক্রির ফলে বড় ধরনের মুনাফা করতে পারবেন। এ মুহূর্তে গেমটির বিক্রি মূল্য ২৪.৯৯ পাউন্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।