ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপের গ্রামাঞ্চলে প্রজন্মের স্যাটেলাইট ব্রডব্যান্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
ইউরোপের গ্রামাঞ্চলে প্রজন্মের স্যাটেলাইট ব্রডব্যান্ড

আগামী বছরের মধ্যেই ইউরোপের প্রত্যন্ত অঞ্চলে ১০ মেগাবিটস পারসেকেন্ড (এমবিপিএস) গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্রডব্যান্ড স্যাটেলাইটের নাম হাইলাস।



হাইলাস স্যাটেলাইটটি সাড়ে তিন লাখ ইন্টারনেট গ্রাহককে ব্রডব্যান্ড সেবা দিতে সক্ষম। ইউরোপভিত্তিক স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাভানতি এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সাল প্রথমভাগেই এ স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এটি সেবার আওতায় নিয়ে আসা হবে। এ প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা করা হয় গত বছর।

ভবিষ্যৎ প্রজন্মের স্যাটেলাইট সেবায় ফ্রান্সের গায়ানাতে এ সেবা প্রথম চালু করা হবে। এ সেবা পেতে প্রতিমাসে ২৫ পাউন্ড সেবাব্যয় গুণতে হবে। এরই ধারাবাহিতায় ২০১২ সাল নাগাদ হাইলাস২ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাভ্যানতির প্রধান নির্বাহী ডেভিড উইলিয়ামস জানান, ইউরোপের ৬০টি সরবরাহকারী প্রতিষ্ঠান এ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিপণনে কাজ করবে। এছাড়াও বেশিরভাগ ফিক্সড ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে একই সেবা পাওয়া যাবে।

কালচারাল সেক্রেটারি জেরিমি হান্ট বলেন, ২০১৫ সালের মধ্যে যুক্তরাজ্যে সার্বজনীনভাবে ২ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা চালু করা হবে। এরই মধ্যে স্কটল্যান্ডে স্যাটেলাইট ব্রডব্যান্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে অ্যাভানতি সেবাভুক্ত গ্রাহক সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।