ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনা ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনীর পর্দা নামছে সোমবার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
খুলনা ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনীর পর্দা নামছে সোমবার

তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী চলছে খুলনায়। এ প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন।

২৮ নভেম্বর বিকেল ৫টায় প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হবে।

আয়োজক সূত্র জানিয়েছে, ২৮ নভেম্বর প্রদর্শনী সমাপ্ত হলেও ২৯ নভেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাভুক্ত তথ্যগুলো অনলাইনে পাওয়ায় পদ্ধতিগুলো প্রদর্শন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া তথ্যপ্রযুক্তিভিত্তিক এ প্রদর্শনী দেশে বিভাগীয় পর্যায়ে তৃতীয়। আর খুলনার এ ধরনের এটাই প্রথম ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী। এ প্রদর্শনীতে খুলনা বিভাগের ১০টি জেলার ২৩টি সরকারি এবং ৯টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিভিন্ন গণযোগাযোগ মাধ্যম দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।