ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে অ্যাপল আইপ্যাডের ২য় সংস্করণ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
আসছে অ্যাপল আইপ্যাডের ২য় সংস্করণ

বিশ্বের জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের উদ্ভাবন চলছেই। ডিপ্রজন্মের ধারাবাহিক চাহিদার ভিত্তিতে অ্যাপল আনছে যুগের প্রয়োজনীয় সব পণ্য।

আসছে ফেব্রুয়ারি মাসে অ্যাপল আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে অ্যাপল সূত্র।

নির্মাতা সূত্র জানিয়েছে, এরই মধ্যে বিপণনকারী তিনটি প্রতিষ্ঠান নতুন এ পণ্যের আভ্যন্তরীণ সার্কিট বোর্ডের অনুমোদন পেয়েছে।

তবে অ্যাপলের পণ্যমানের কারণে নতুন পণ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এ মুহূর্তে অ্যাপল আইপ্যাড ব্যবহারকারীরা পণ্যটি নিয়ে বাগতি কোনো সুবিধা উপভোগ করতে পারছেন না। তাই নতুন এ পণ্য নিয়ে উল্টো কিছু আশঙ্কা এ মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ পর্যন্ত অ্যাপলের আইপ্যাড ট্যাবলেট বিভিন্ন দেশে উন্মুক্ত হয়েছে। এ মুহূর্তে ভারতেও আইপ্যাড পাওয়া যাচ্ছে। বাজারে বিপরীত অবস্থা থাকা সত্ত্বেও অ্যাপল তার পণ্যগুলো প্রকাশের নির্ধারিত দিনে কোনোভাবেই পিছিয়ে দিচ্ছে না। ডিপ্রজন্মের উদ্দেশ্য আইপ্যাডে মাল্টিটাস্কিং ছাড়াও নতুন ফিচার যুক্ত হয়েছে। এ মুহূর্তে দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড২ নামে মোবাইল ফোন তৈরিন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

ডিজিটাইম সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যাপলের চূড়ান্ত সিদ্ধান্ত প্রথমত প্রিন্টেড সার্কিট বোর্ডে ট্রিপড ও টিটিএম প্রযক্তি ব্যবহার করা হবে। এছাড়াও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো আসন্ন আইপ্যাড২ সংস্করণের লেয়ারভিত্তিক এইচডিআই বোর্ড সরবরাহ করবে।

এরই মধ্যে অ্যাপল আইফোন৪ সংস্করণ, ফোর্থ জেনারেশনের আইপ্যাড টাচ ও আইপ্যাডে এ প্রযুক্তির সফল ব্যবহার করেছে। অ্যাপলের ভাষ্যমতে, আইপ্যাড২ পণ্যের বাজার চালান বেগমান হলে চারের অধিক প্রতিষ্ঠান এ পণ্যের বিপণনে মাঠে নামবে।

বিশেষজ্ঞদের মতে, আইপ্যাড২ সংস্করণ হবে হালকা ও সরু গড়নের। থাকবে মিনি ইউএসবি পোর্ট। এ মুহূর্তে ব্যবহারকারীদের প্রত্যাশা নতুন পণ্যের সম্মুখভাগে ফেসটাইম সুবিধায় থাকবে ভিজিএ ক্যামেরা। এছাড়াও পর্দার ত্রুটির কারণে রেটিনার মাধ্যমে ডিসপ্লের কার্যক্ষমতা থাকবে অবিচল।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।