ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাবমেরিন ক্যাবলস্ গ্রাহকদের নতুন দুই বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সাবমেরিন ক্যাবলস্ গ্রাহকদের নতুন দুই বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু

ঢাকা: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস্ পিএলসি (বিএসসিপিএলসি) আইআইজি এবং আইপিএলসি গ্রাহকদের জন্য নতুন দুইটি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজ দুটির মাধ্যমে শূন্য বকেয়া গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন, যা ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী এবং কার্যকর করবে।

প্রথম প্যাকেজটি হলো ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ’। এই প্যাকেজের আওতায় শূন্য বকেয়া আইপিএলসি গ্রাহকরা নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নিলে বোনাস হিসেবে তিনটি ১০জি আইপিএলসি সার্কিট বিনামূল্যে পাবেন। তবে গ্রাহকদের বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং বোনাস ব্যান্ডউইডথ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হবে।

দ্বিতীয় প্যাকেজটি হলো ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’, যা আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্যাকেজে শূন্য বকেয়া গ্রাহকরা ৫০ শতাংশ অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস হিসেবে পাবেন। এই সুবিধাটি শুধুমাত্র বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে সরবরাহ করা হবে। বিলে কোনো বকেয়া থাকা যাবে না এবং বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে। এই বোনাস ব্যান্ডউইডথের ক্ষেত্রেও আগে আসলে আগে পাবেন নীতিমালা অনুসরণ করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের নির্দেশনায় বিএসসিপিএলসি’র এই নতুন উদ্যোগ গ্রাহকদের ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার আরও সাশ্রয়ী হবে এবং ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত করবে। প্যাকেজ দুটি বর্তমানে চালু রয়েছে

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯,২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।