ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর যারা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
দেশে টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর যারা

ঢাকা: সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’। বাংলাদেশি ক্রিয়েটরদের ডিজিটাল কনটেন্ট এবং তাদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক প্লাটফর্ম।

বাংলাদেশে দ্বিতীয়বারের মতো টিকটকের এই আয়োজনে এই বছর দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস আমাদের কমিউনিটির অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতাকে তুলে ধরে। বিনোদন বা শিক্ষামূলক কনটেন্টের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের গতিশীলতা ও বৈচিত্র্যকে যেই ক্রিয়েটররা তুলে ধরে, আমরা তাদেরকে উৎসাহিত করি। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এই আয়োজন আমাদের এমন সেই প্রচেষ্টারই প্রতিফলন।

অনুষ্ঠানে সন্ধ্যার মূল আকর্ষণ ছিল ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৪’ ক্যাটাগরি। এই বিভাগের অ্যাওয়ার্ডটি পেয়েছে কনটেন্ট ক্রিয়েটর নাদির (@নাদির অন দ্য গো)।

এছাড়া, সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন @গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন @হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (@মি. মিক্সারসওয়ার্ল্ড)।

অন্যদিকে, শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (@স্যাম জোন অফিসিয়াল)’ পুরস্কার পেয়েছেন। সেরা বিউটি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড ১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ (@রাফসান স্পোর্টস বাজ)।

সেরা ফুড ক্রিয়েটর ছিলেন সোহেব রহমান (@হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর হয়েছে সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (@সারওয়ার সাদিয়া)। স্পোর্টস নিয়ে সবচেয়ে ভালো কনটেন্ট নির্মাণের জন্য সেরা স্পোর্টস ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (@নিশ্চুপ শৌভিক)।

এ বছর ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ চলে। মোট ১০টি ক্যাটাগরিতেই টিকটক ইউজাররা ভোট দেওয়ার সুযোগ পান এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া ক্রিয়েটররাই বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

‘টিকটক ক্রিয়েটরস অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করার মধ্য দিয়ে টিকটক উদীয়মান বাংলাদেশি প্রতিভাদের তুলে ধরে। বাংলাদেশে সৃজনশীলতার সাথে ডিজিটাল কনটেন্ট তৈরিতে টিকটকের ভূমিকা তুলে ধরে টিকটকের এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।