ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের দেড় লাখ ভিডিও মুছে ফেলল ইউটিউব 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
বাংলাদেশের দেড় লাখ ভিডিও মুছে ফেলল ইউটিউব 

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিশ্বে প্রায় ৯০ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে ইউটিউব।

এর মধ্যে বাংলাদেশের রয়েছে দেড় লাখের বেশি।

এছাড়া বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের প্রায় ১০ কোটি মতামতও মুছে ফেলেছে।

এত বিশাল সংখ্যক ভিডিও কেন মুছে ফেলল ইউটিউব?  

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট বলছে, নিজেদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এসব ভিডিও ও মতামত মুছে ফেলেছে ভিডিও বিনিময়ের সাইটটি।  

বৃহস্পতিবার ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, তালিকায় আনা মোট ৩০টি দেশের ভিডিও ডিলিট করেছে ইউটিউব। এরমধ্যে সবচেয়ে বেশি ভিডিও ডিলিট করা হয়েছে হয়েছে ভারতের। এ সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান অষ্টম।

মুছে ফেলা ৯০ লাখের বেশি ভিডিও উগ্রপন্থা, নগ্নতা এবং স্প্যাম ভিডিও প্রচার করেছে এবং এগুলো শিশুবান্ধব ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ভিডিও সরানো হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছিল ক্ষতিকর বা বিপজ্জনক কনটেন্ট; যার হার ৩৯ দশমিক ২ শতাংশ। সহিংসতা ছড়ানো বা তাৎক্ষণিক ক্ষতির ঝুঁকি থাকায় কনটেন্টগুলো অপসারণ করা হয়।

 

এরপরই সবচেয়ে বেশি সরানো হয়েছে শিশুদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে এমন ভিডিও। এর হার ছিল ৩২ দশমিক ৪ শতাংশ।  

তৃতীয় যে শ্রেণির ভিডিও সরানো হয়েছে সবচেয়ে বেশি সেগুলো ছিল হিংসাত্মক বা গ্রাফিক কনটেন্ট। এর হার ছিল সাড়ে সাত শতাংশ।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।