ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুবাইয়ে চলছে জিটেক্স টেকনোলজি সপ্তাহ

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
দুবাইয়ে চলছে জিটেক্স টেকনোলজি সপ্তাহ

আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জিটেক্স টেকনোলজি উইক। প্রদর্শনী আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

উল্লেখ্য, বিশ্বের বৃহৎ তিনটি তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর এটি অন্যতম।

এটি এ প্রদর্শনীর ৩০তম আসর। এতে বিশ্বের ৬৫টি দেশের তিন হাজার ৫০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। আগের প্রদর্শনীর তুলনায় ৬৭৫টি নতুন প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। আয়োজক সূত্র জানিয়েছে, এবারের প্রদর্শনীতে ১৩৫টি দেশের প্রায় এক লাখ ৩৩ হাজার দর্শনার্থী উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে।

মূলত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার তথ্যপ্রযুক্তির শিল্পোন্নয়নে এবং উদ্ভাবনাগুলোকে অনুপ্রাণিত করতে গত তিন দশক ধরে এ আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, প্রথমবার ১৯৮১ সালে প্রথমবার এ প্রদর্শনী শুরু হয়। চাহিদার ভিত্তিতে এ প্রদর্শনী স্থানের ব্যাপ্তী অনেক বেড়ে যায়। ১৯৮১ সালের তুলনায় এবার প্রায় ৯৩ গুণ বেশি জায়গা নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।