ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোরজি সেবায় শীর্ষে রবি 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ফোরজি সেবায় শীর্ষে রবি 

ঢাকা: ডেটা ব্যবসায় এগিয়ে যাওয়ার পাশাপাশি ফোরজি সেবায় নেতৃত্বস্থানীয় অবস্থানে রয়েছে রবি। রবির ৫ কোটি ৮০ লাখের বেশি গ্রাহকের মধ্যে ৬০ দশমিক ৫ শতাংশ বর্তমানে ফোরজি গ্রাহক, যা সংখ্যায় সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে।

 

মোট গ্রাহকের সঙ্গে ফোরজি গ্রাহকের অনুপাতের পরিপ্রেক্ষিতে এ সংখ্যা বর্তমানে টেলিকম খাতে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি ১৬ হাজার ৬০০ এর বেশি ফোরজি সাইট দিয়ে মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ ফোরজি কভারেজ (৯৮ দশমিক ৫ শতাংশ) নিশ্চিত করেছে। ফোরজি ব্যবসা প্রসারে মূল চাবিকাঠি হলো গ্রাহকদের মধ্যে ফোরজি ডিভাইসের উচ্চ অনুপ্রবেশের হার। বর্তমানে রবি নেটওয়ার্কে ৭০ দশমিক ৫ শতাংশ ডিভাইসে ফোরজি সক্ষমতা রয়েছে।  

এছাড়া রবির মোট গ্রাহকের ৭৭ শতাংশ ডেটা ব্যবহারকারী, যা এ শিল্পে ডেটা ব্যবহারকারীদের সর্বোচ্চ অনুপাতে রয়েছে। রবির মোট ডেটা ব্যবহারকারীর ৮০ শতাংশ ফোরজির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।  

ফোরজি ব্যবসায় রবির নেতৃত্বের বিষয়ে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করে রবির ফোরজি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। ভয়েস ওভার এলটিই (ভোল্টি) ব্যবহারকারীরা তাদের ডিভাইসে শক্তিশালী ফোরজি নেটওয়ার্কে উন্নত ভয়েস সেবা উপভোগ করছেন। টেকসই বিনিয়োগ, বিশ্বস্ত নেটওয়ার্ক এবং ব্যতিক্রমী উদ্ভাবনী সেবা আমাদের ফোরজি ব্যবসায় নেতৃত্বস্থানীয় অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

ফোরজি-এর বাণিজ্যিক যাত্রার প্রথম দিনেই রবি আজিয়াটা দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ২০১৮ সালে ৬৪টি জেলায় ফোরজি পরিষেবা চালু করে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।