ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছয় মাসের মধ্যেই টেশিস থেকে পাওয়া যাবে ১০ হাজার টাকার ল্যাপটপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
ছয় মাসের মধ্যেই টেশিস থেকে পাওয়া যাবে ১০ হাজার টাকার ল্যাপটপ

গাজীপুর : টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) থেকেই আগামী ৬ মাসের মধ্যে ১০ হাজার টাকা দামের ল্যাপটপ সংযোজন, উৎপাদন ও বাজারজাত করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

মন্ত্রী টঙ্গীর টেশিসে বৃহস্পতিবার বিকেলে কলার আইডি টেলিফোন সেট, মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার উৎপাদন প্ল্যান্ট এবং প্রিপেইড ডিজিটাল ইলেক্ট্রিক মিটার সংযোজন প্ল্যান্টসহ ৪টি প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খানসহ টেলিফোন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, ‘২০১১ সাল থেকে ল্যাপটপ সংযোজন ও উৎপাদন ছাড়াও মোবাইল ফোন সংযোজন-উৎপাদন, সোলার প্যানেল সংযোজন-উৎপাদন, গ্যাস মিটার উৎপাদন, মেইনটেইন্যান্স ফ্রি মিটার উৎপাদনের কার্যক্রম শুরু হবে। ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ দেশ স্থানীয় ও বৈদেশিক কারিগরি প্রযুক্তি ও জ্ঞানের অধিকারী হবে। ’

বাংলাদেশ সময় : ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।