ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১১ ফ্রিল্যান্সারকে সম্মাননা দিলো ক্রিয়েটিভ জোন আইটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
১১ ফ্রিল্যান্সারকে সম্মাননা দিলো ক্রিয়েটিভ জোন আইটি

ঢাকা: বাংলাদেশ কারিগরি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান ‌‌‘ক্রিয়েটিভ জোন আইটি’ (কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র) এবারও সফল ফ্রিল্যান্সার হিসেবে ১১ জনকে সম্মাননা স্মারক দিয়েছে।  

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির লক্ষ্মীবাজার মূল অফিসে এ সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ সময় প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর, ২০২২ সময়ের সনদ বিতরণ করা হয়। একই দিন আন্তঃস্কুল আইসিটি প্রতিযোগিতা ২০২৩-এর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

ক্রিয়েটিভ জোন আইটি জোনের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সফল ফ্রিল্যান্সার তৈরিতে বিশেষ অবদান রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। বরাবরের মতো এবারও সফল ফ্রিল্যান্সার হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে অন্যতম মাধ্যম হিসেবে ফ্রিন্সান্সিং। অনলাইন আয়ের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাপ ছাড়াই দেশের রিজার্ভ বাড়ানো সম্ভব।

প্রতিষ্ঠানের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, যেকোনো বয়স বা যেকোনো পেশার মানুষ ফ্রিল্যান্সিং এ অংশ নিতে পারেন। এখানে কোনো সীমারেখা নেই। সাধারণ একজন মানুষ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পারেন।

কোষাধ্যক্ষ মেহেদী হাসান বলেন, সহজে সরকারি চাকরি পাওয়ার জন্য এবং আত্মকর্মসংস্থান সৃষ্ঠির অন্যতম মাধ্যম কম্পিউটারে দক্ষতা অর্জন করা। তাই কম্পিউটারের বিকল্প নেই। নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে এসএসসি-২০২৩ শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত আইসিটি প্রতিযোগিতার অংশ্যগ্রহণকারীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে ল্যাপটপ, ২য় পুরস্কার সিপিইউ, ৩য় পুরস্কার মনিটর দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় তথ্যপ্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্রিয়েটিভ জোন আইটির উপদেষ্টা শংকর কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার মো. রফিকুল ইসলাম, ক্রিয়েটিভ জোন আইটির প্রশিক্ষক মাঈশা গাজী।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।