ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে অডিও-ভিডিও কল করা যাবে

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ১০, ২০২৩
টুইটারে অডিও-ভিডিও কল করা যাবে

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে খুব দ্রুত অডিও-ভিডিও কল ও এনক্রিপটেড মেসেজিংয়ের সুবিধা আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এলন মাস্ক। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় এলন মাস্ক জানিয়েছেন, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে। ব্যবহারকারীরা এগুলো সহজেই ব্যবহার করতে পারবেন।

এলন মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নম্বর না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।

তিনি জানিয়েছেন, এনক্রিপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে।

টুইটারে অডিও ও ভিডিও কলের সুবিধা চালু হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে এই অ্যাপটিও। এ দুটি প্ল্যাটফর্মে আগে থেকেই সুবিধাগুলো রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ১০, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।