ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ থেকে ১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্ন হতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
৭ থেকে ১৪ মার্চ বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্ন হতে পারে

ঢাকা: সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে মঙ্গলবার (৭ মার্চ) থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম সোমবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিএল কর্তৃপক্ষ।

৭ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ৫ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১১ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ৭ মিনিট এই সৌর ব্যতিচার ঘটবে বলে জানায় বিএসসিএল।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।