ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নেটওয়ার্ক ইস্যুতে গ্রামীণফোনের সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
নেটওয়ার্ক ইস্যুতে গ্রামীণফোনের সংবাদ সম্মেলন

ঢাকা: রাস্তায় খনন কাজ চলাকালীন ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিঘ্ন থাকার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে গ্রামীণফোন।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় অনলাইনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে অপারেটরটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

 

এদিন বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই গ্রামীণফোনের নেটওয়ার্ক সমস্যা দেখা যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণফোনের গ্রাহকেরা ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।  

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার এক বিবৃতিতে জানান, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খনন কাজ চলাকালীন অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক সম্মানিত গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যা সমাধান করা হয়েছে।  

অপারেটরটির একজন কর্মকর্তা জানিয়েছেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে রাস্তায় খনন কাজ চালানো হচ্ছিলো।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।