ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীন এখন বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
চীন এখন বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারীদের দেশ!

এ মুহূর্তে চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪২ কোটি ছাড়িছে গেছে। গত ডিসেম্বরের পর আরও তিন কোটি ৬০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী যোগ হয়েছে।

মোবাইল সংযোগের মাধ্যমে ক্রমেই এ সংখ্যা বাড়ছে বলে চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) সূত্র জানিয়েছে।

সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমিক প্রেস (এসএসএপি) সূত্রে জানা গেছে, ২০০৯ সাল পর্যন্ত চীনের মোট অনলাইন গেমারের সংখ্যা ছিল ২৬ কোটি ৫০ লাখ। এ সংখ্যা এ বছরে আরও শতকরা ৪১.৫ ভাগ বেড়েছে। এ মুহূর্তে চীনে বসবাসকারীরা বিনোদন এবং জ্ঞান আহরণের জন্য ইন্টারনেটের ব্যবহার বেড়েছে বলে এসএসএপি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে চীনে অনলাইনভিত্তিক ক্রেতার সংখ্যা ছিল ১০ কোটি ৮০ লাখ। যা আগের বছরের তুলনায় শতকরা ৪৫.৯ ভাগ বেড়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।