বুধবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় আইসিসিবি’র ৪ নম্বর হল নবরাত্রীতে নবম বারের মতো এ এক্সপো শুরু হয়। আর এটি চলবে বৃহস্পতিবার (০৮ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।
ডেনিম শিল্পে টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এ এক্সপোতে।
‘সিমপ্লিসিটি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে অয়োজিত এ প্রর্দশনীতে এবার ১২টি দেশের ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আইসিসিবি'র নবরাত্রী হলে ডেনিম এক্সপো, ছবি: শাকিল আহমেদ
ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজ উদ্দিন বলেন, ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক ডেনিম সম্প্রদায়ের চাহিদা পূরণ করা। পাশাপাশি দেশের ডেনিম পণ্য সম্পর্কে বিশ্বকে জানানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন এবং ডেনিমের সর্বাধুনিক উদ্ভাবন সম্পর্কে জ্ঞান আহরণের সুযোগ সৃষ্টি করা ডেনিম এক্সপোর অন্যতম প্রধান লক্ষ্য।বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমএফআই/এসএইচ/টিএ