ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রেলে গহনা হারিয়ে ১৪ বছর পর লাখ রুপি ক্ষতিপূরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
রেলে গহনা হারিয়ে ১৪ বছর পর লাখ রুপি ক্ষতিপূরণ

কলকাতা: মাঝে কেটে গেছে ১৪ বছর, অবশেষে ক্রেতা সুরক্ষা আদালতে বিচার পেলেন রাধা রাম নাথন। আদালত ভারতীয় রেলকে আদেশ দিলেন, ট্রেনে হারিয়ে যাওয়া রাধা রাম নাথনের বস্তুর ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ৩৪ হাজার ৪০০ রুপি দিতে।

২০০৩ সালে ভারতে ট্রেনে সফর করার সময় দামি গহনাসহ বেশ কিছু কাগজপত্র চুরি যায় রাধা রামের। প্রাথমিকভাবে ভারতীয় রেল ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করেনি।

শেষ পর্যন্ত ক্রেতা আদালতের দরজায় করা নাড়েন তিনি।
 
ক্রেতা আদালত আদেশ দেন, যেহেতু টিকিট কেটে ট্রেনে উঠে ওই ব্যক্তির জিনিস হারিয়েছে, ফলে দায়িত্ব রেলের। আদালত হারিয়ে যাওয়া জিনিস এবং তিনি যে মানসিক এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তার ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দিতে আদেশ দিয়েছেন।
 
এতোদিন পরে বিচার পাওয়ায় খুশি রাধা রাম নাথন। খুব দ্রুত হাতে ক্ষতিপূরণের অর্থ পেতে চলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।