ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

লাগলো যে দোল..

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
লাগলো যে দোল.. ছেলে-বুড়ো সবাই ব্যস্ত রঙ খেলায়

কলকাতা: কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ দোলের আবীরে, রঙে রঙিন হয়ে উঠেছে। ছেলে-বুড়ো সবাই ব্যস্ত রঙ খেলায়।

রোববার (১২ মার্চ) সকাল থেকেই ভারতের অন্যান্য রাজ্যেও চলছে দোল উৎসব। বিভিন্ন বয়সের মানুষ সকাল থেকে আবীর আর রঙে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে।

 

প্রথা অনুযায়ী বড়দের পায়ে আবীর দিয়ে দোল উৎসব শুরু হয়। তারপর সারাদিন ধরে চলে রঙ খেলা।  

এ উৎসবকে ঘিরে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।  বিশেষ নজরদারি রাখতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায়  সাদা পোশাকের পুলিশ টহল দিচ্ছে।

দোলের আগের দিন শনিবার (১১ মার্চ) গভীর রাত পর্যন্ত কলকাতার রঙের দোকানগুলোতে রঙ, আবীর কেনাবেচা হয়েছে। মিষ্টি এবং ফুলের দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে।  

পশ্চিমবঙ্গের মায়াপুরে ইস্কন মন্দিরসহ বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে পূজার আয়োজন করা হয়েছে।

দোল উপলক্ষে প্রতিবছরের মতো শান্তিনিকেতন, মায়াপুরসহ বিভিন্ন জায়গায় বহু দেশি-বিদেশি পর্যটকের সমাগম হয়েছে।  

পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসএস/আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।