ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

গুজরাটে বসে কলকাতার থ্রিলার দর্শন

আসিফ আজিজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
গুজরাটে বসে কলকাতার থ্রিলার দর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বহুল কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত স্পেস সেন্টার যাওয়া হলো না। গান্ধীনগর ডান্ডি কুটির ঘুরে তাই বিনোদনের খোঁজ। আয়োজকদের সিদ্ধান্ত সিনেমা দেখা হবে। মন্দ নয়। নির্ভেজাল বিনোদন। একইসঙ্গে হিন্দি সিনেমা দেখা। দু’দেশের সংস্কৃতি বিনিময়ের অংশ তো বটেই।

আহমেদাবাদ, গুজরাট: বহুল কাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত স্পেস সেন্টার যাওয়া হলো না। গান্ধীনগর ডান্ডি কুটির ঘুরে তাই বিনোদনের খোঁজ।

আয়োজকদের সিদ্ধান্ত সিনেমা দেখা হবে। মন্দ নয়। নির্ভেজাল বিনোদন। একইসঙ্গে হিন্দি সিনেমা দেখা। দু’দেশের সংস্কৃতি বিনিময়ের অংশ তো বটেই।
 
গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে ডেলিগেটসদের নিয়ে বিকেলে গাড়ি এসে থামলো সবরমতি-গান্ধীনগর হাইওয়ে সংলগ্ন মোটেরা ফোরডি স্কোয়ার শপিংমলে। মলের পিভিআর-এ চলছে শাহরুখ খান-আলিয়া ভাটের ‘ডিয়ার জিন্দেগি’ ও বিদ্যা বালান-অর্জুন রামপালের ‘কাহানি-২’।  
মনের কষ্ট, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কলকাতা, কালিম্পংয়ের ঘটনা নিয়ে সিক্যুয়েল থ্রিলার মুভি কাহানি-২ দেখা হবে। পপকর্ন-কোল্ড ড্রিংকস নিয়ে সবাই ঢুকলো পিভিআর-এ। গোটা হলই প্রায় দখলে চলে গেলো ডেলিগেশন টিমের।   

মিনিট দশেক বসতেই শুরু হলো সিনেমা। কাহানি যারা দেখেছেন তাদের জন্য বুঝতে একটু সহজ হওয়ারই কথা। নতুনদের জন্য একটু জটিল। কারণ থ্রিলার মুভির ঘটনা একটু জটিল, প্যাঁচানো হয়। আগে-পরে তাই সংযোগ ঘটানো একটু মুশকিল।  
 
যাইহোক সিনেমা শুরু হতেই কানে এলো কয়েকটি বাংলা শব্দ। বাঙালি হিসেবে হিন্দি কোনো সিনেমার মধ্যে বাংলা শব্দ শুনতে ভালোই লাগে। থ্রিল শুরু হতে দেরি লাগলো না। প্রধান চরিত্র বিদ্যার প্যারালাইজড মেয়ে (আসল মেয়ে নয়) কিডন্যাপ হওয়ার পরই জমে যায় সিনেমা। এরপর মেয়ের খোঁজে গিয়ে নিজে অ্যাকসিডেন্ট, অতঃপর হাসপাতাল, পুলিশ। অবশ্য পুলিশ হঠাৎ কেন এলো সে প্রশ্নে গিয়ে খুলতে লাগলো আসল কাহিনীর জট।  
কলকাতার লালবাজার, চায়না টাউন, হুগলি, চন্দননগর, দার্জিলিংয়ের কালিম্পং ঘিরেই আবর্তিত ঘটনা। ভারত সফররত বাংলাদেশি যুবারা গুজরাটের আহমেদাবাদ ছাড়বে শনিবার সকালে। তার আগেই এক ঝলক কলাকাতা, পশ্চিমবঙ্গ দেখা হয়ে গেলা সবার।  

সিনেমার কলকাতা দেখতে দেখতে কম হলো না। পাশে বন্ধু সাইদ তো নাক ডেকে ঘুমিয়েই পার করে দিলো ইন্টারভাল পর্যন্ত। বিরতিতে ঘুম থেকে উঠেই অস্থির হয়ে গেলো অ্যাকসিডেন্টের পর আসলে কী হলো তা জানতে। ফাঁকে শিবলি ভাইয়ের পকেট কাটা পপকর্ন আর কোল্ড ড্রিংকস চললো সমান তালে। পপকর্ন এতো বেশি ছিলো যে শেষ করাই হয়ে গেলো কঠিন।  
তবে সিনেমার কাহিনীর উত্তেজনায় শেষও হয়ে গেলো। আর আধুনিক সুযোগ-সুবিধার এ হলের ডিজিটাল সাউন্ড মাঝে মধ্যে চমকে দিচ্ছিলো। মনে হচ্ছিলো কেউ যেন কানের কাছে এসে ডেকে যাচ্ছে কোনো নাম, কিংবা বলছে কোনোকিছু। বাঁয়ে তাকিয়ে দেখা গেলো আসলে কেউ নেই!
 
কিডন্যাপের পর কী হলো সে এক লম্বা কাহিনী। সে কাহিনী ‘কাহানি-২’ এ দেখে নিলেই ভালো। আপাতত কলকাতা দর্শন পর্যন্তই থাক।
 
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এইচএ/এএ/

আরও পড়ুন
** সুর-বাদ্যে বাংলাদেশ-ভারতের সংস্কৃতি বিনিময়
** তাজমহলে হয়ে যান ‘ডিপি’, করুন ‘সিপি’!
**
সমাধিসৌধে খচিত গান্ধীর ‘শেষ উক্তি’
** দিল্লি জামে মসজিদ থেকে লালকেল্লা
** সান্ধ্য আলোয় যুদ্ধস্মৃতির ইন্ডিয়া গেট
** জাদুটানা দিল্লি জাদুঘর
** বাংলা উচ্চারণেই মুগ্ধতা ছড়ালেন রাষ্ট্রপতি প্রণব
** বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রণব মুখার্জির
** হিমালয় দেখতে দেখতে সোয়া ২ ঘণ্টায় দিল্লি!
** ভারতে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম
** ভারত যাচ্ছে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।