ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলা রেলস্টেশনে ৩ বাংলাদেশি তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:০৫ পিএম, জানুয়ারি ৩০, ২০২৫
আগরতলা রেলস্টেশনে ৩ বাংলাদেশি তরুণী আটক

আগরতলা (ত্রিপুরা): আবারও ভারতের আগরতলা রেলস্টেশন থেকে তিন বাংলাদেশি তরুণীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানান, ওই তিন তরুণীকে স্টেশনে ঘুরাফেরা করতে দেখে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়, তখন জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন।

তারা হলেন-জান্নাতি খাতুন (২২), বাড়ি খুলনা জেলায়, সাবিকুন নাহার কবিতা (২৬), বাড়ি ঢাকা শহরে এবং নুপুর আক্তার (২৮) তার বাড়ি কিশোরগঞ্জ এলাকায়।

তারা ট্রেনে করে আগরতলা থেকে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের কাছ থেকে জানার চেষ্টা চলছে কাদের হাত ধরে কোন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও সংবাদ মাধ্যমকে অবগত করেন ওসি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এসসিএন/জেএইচ

বাংলাদেশ সময়: ৬:০৫ পিএম, জানুয়ারি ৩০, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।