ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

মুক্তি পেলেন ভারতের জলসীমায় গ্রেপ্তার ১২ বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
মুক্তি পেলেন ভারতের জলসীমায় গ্রেপ্তার ১২ বাংলাদেশি ডায়মন্ড হারবার মহকুমা সংশোধনাগার থেকে ১২ মৎস্যজীবীকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: বাংলানিউজ

কলকাতা: ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি ১২ মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে ভারত।  

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার মহকুমা সংশোধনাগার থেকে ওই ১২ মৎস্যজীবীকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় বিডিও এবং কাকদ্বীপ থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন মাস আগে এই ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই তারা কারাবন্দি ছিলেন।  

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হলো।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।