ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ভারত

পুলিশের ওপর মানুষের আস্থা ফিরেছে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
পুলিশের ওপর মানুষের আস্থা ফিরেছে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর আগরতলার আখাউড়া রোড এলাকার ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের কার্যালয়ে।

 

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) অমিতাভ রঞ্জন, এডিজি, বিভিন্ন শাখার আইজি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের কর্মকর্তারা।  

বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘ আলোচনা শেষে বক্তব্য দিতে গিয়ে বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ক্রমাগত কাজ করছে বর্তমান সরকার। এ প্রয়াসে ১০ বছর আগের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা কমেছে অনেকটাই।

উৎসবের দিনগুলোতে সাধারণ জনগণের সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে রাজ্য ও জেলাস্তরে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এক পর্যালোচনা হয়েছে।  

মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ছিল, যখন মানুষ থানায় যেতে অনীহা প্রকাশ করত। কারণ তখন মানুষের মধ্যে একটা বিষয় কাজ করতো, থানায় গিয়ে সঠিক বিচার পাওয়া যাবে তো! এ আশঙ্কা থেকে মানুষ থানায় যেতে চাইত না।  

তিনি বলেন, বর্তমান সরকার এবং বিশেষ করে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন থানা-পুলিশের ওপর মানুষের ভরসা ফিরে এসেছে। তাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো হয়েছে।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি কী করে আরও ভালো করা যায় এবং অপরাধকে শূন্যে নিয়ে আসা যায়, সে চেষ্টা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।