ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

ককবরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
ককবরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার উত্তরপত্র বাংলার পাশাপাশি রোমান হরফে লিখতে দেওয়ার অনুমতির দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।

এই দাবিতে বুধবার (১০ জানুয়ারি) বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।

রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকার ভিয়াইপি রোডের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করে সংগঠনটি। এই সময় সংগঠনের সদস্যরা তাদের দাবি সম্মলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তবে বিক্ষোভ কর্মসূচির অনুমতি না নেওয়ায় পুলিশ তাদের কিছুক্ষণের মধ্যেই আন্দোলনস্থল থেকে সরিয়ে দেয়।

ককবরক ভাষা রোমান হরফে লেখার বিষয়টি মঙ্গলবার বিধানসভা ভবনের ভেতরে আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে ছাত্র সংগঠনের বিক্ষোভের কারণে বুধবার বিধানসভা ভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।