ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ভারত

ভূত তাড়ানোর নামে ডেকে নিয়ে ধর্ষণ, ওঝা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ভূত তাড়ানোর নামে ডেকে নিয়ে ধর্ষণ, ওঝা গ্রেফতার প্রতীকী ছবি

ভূত তাড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওঝার বিরুদ্ধে।  

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে ।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভাকিল রাজ শেখ নামে ওই ওঝাকে শনিবার (৩১ ডিসেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ওই নারী থানায় এসে অভিযোগ করেন, ভূত তাড়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ওঝা ভাকিল রাজ। কিন্তু একা পেয়ে সেখানে তাকে ধর্ষণ করেন তিনি।

নারীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় ওঝার নামে মামলা করা হয়েছে বলে জানান স্থানীয় এসপি যশবীর সিং।

তিনি জানান, নারীর অভিযোগের পর থেকেই ওঝা ভাকিল রাজের সন্ধানে নামে পুলিশ। কিন্তু তিনি গা-ঢাকা দিয়েছিলেন। তবে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালিয়ে সেই ওঝাকে গ্রেফতার করা হয়।

সূত্র : এনডিটিভি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।