ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাশিফল

ঝুঁকি নেবেন না তুলা, দিন ভালো কাটবে ধনুর

রাশিফল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
ঝুঁকি নেবেন না তুলা, দিন ভালো কাটবে ধনুর

আজ ১৯ ভাদ্র ১৪৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭ সফর ১৪৪৫ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: কাজের চাপ থাকবে। ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে সুখবর পাবেন। আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে। সম্পত্তি বিবাদের সমাধানের সম্ভাবনা রয়েছে। কারো সঙ্গে বিবাদ দূর হতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।

বৃষ: কোনো বড় ধরনের সমস্যার সমাধান হবে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। অচেনা ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করবেন না। সময়ের মধ্যে কাজ পূর্ণ হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন: ব্যবসায় লাভ হবে। নতুন কাজ শুরু করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। জীবনসঙ্গীকে উপহার দেবেন।

কর্কট: সাফল্যপূর্ণ দিন। ঋণ দিয়ে থাকলে সেই টাকা ফিরে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। আপনার ব্যবহার প্রশংসিত হবে। সামাজিক পরিস্থিতি মজবুত হবে। মান-সম্মান বাড়বে। বয়স্করা স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। অসহায় ব্যক্তিকে সাহায্য করতে পারবেন।  

সিংহ: সারাদিন ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন। কারো সঙ্গে বিবাদ হতে পারে। লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে পারিবারিক কলহ দেখা দিতে পারে। দম্পতিরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পড়ুয়ারা সাফল্য লাভ করবেন।

কন্যা: অজ্ঞাত ভয়ের কারণে আপনার কার্যক্ষমতা প্রভাবিত হতে পারে। মন অশান্ত থাকবে। পুরোনো রোগ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। কোনো আত্মীয়ের পক্ষ অপ্রিয় খবর পেতে পারেন। যাত্রায় যেতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

তুলা: সুসংবাদ পাবেন। পড়ুয়ারা সাফল্য লাভ করবেন। সামাজিক কাজে অংশ নেবেন। মান-সম্মান বাড়বে। বড় কোনো সমস্যার সমাধান হবে। বিরোধীদের নজরে রাখুন। ঝুঁকি নেবেন না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ঋণ শোধ করতে পারবেন।

বৃশ্চিক: কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। অচেনা ব্যক্তিদের ওপর বিশ্বাস করবেন না। সবার সামনে ব্যক্তিগত বিষয় আলোচনা করবেন না। কর্মস্থলে কারো সঙ্গে বিবাদ হতে পারে। সম্পত্তির মামলার সমাধান হতে পারে। পরিবারের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

ধনু: দিন ভালো কাটবে। আত্মীয়ের সঙ্গে দেখা হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। সমস্যা দূর হবে। আয় বাড়বে। ধর্মীয় কাজ করবেন। যুবকদের লাভ হবে। সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারবেন। শত্রু সক্রিয় থাকবে। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা ভালো চলবে।  

মকর: কারো কথায় আঘাত পেতে পারেন। মানসিক অবসাদের শিকার হবেন। কোনো কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কথাবার্তার সময় সাবধানতা অবলম্বন করুন। সবার সামনে ব্যক্তিগত বিষয় আলোচনা করবেন না। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।

কুম্ভ: সম্পত্তি বাড়বে। আনন্দে থাকবেন। অচেনা ব্যক্তিদের সঙ্গে বেশি কথাবার্তা বলবেন না। পড়ুয়ারা বিশেষজ্ঞদের সাহায্য লাভ করবেন। কিছু লোকসান হতে পারে। কর্মক্ষেত্রে সুখবর পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।

মীন: ঋণের টাকা ফিরে পাবেন। পারিবারিক কাজের জন্য দম্পতিরা ভিন শহরে যেতে পারেন। নতুন কাজ শুরু করতে পারেন। সন্তানের সমস্যা দূর করতে পারবেন। পড়ুয়ারা সাফল্য লাভ করবেন। কেরিয়ারে অগ্রগতি দেখা দেবে। কারো সঙ্গে বিবাদ দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।