ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাশিফল

পেশাগত কাজে সাফল্য পাবে বৃষ

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
পেশাগত কাজে সাফল্য পাবে বৃষ

আজ ২৩ ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়। ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল-

মেষ
ভাগ্যোন্নয়নের সুযোগ পাবেন। আপনার ভাবনা যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। কোথাও নিমন্ত্রিত হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। পারিবারিক বন্ধন মজবুত করুন। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

বৃষ
পেশাগত কাজে সাফল্য পাবেন। কাজের চাপ থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। সহজ কাজটি কঠিন হয়ে যেতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবেন।

মিথুন
অর্থাগমের নতুন পথ পেতে পারেন। কোনো একটি ঘটনায় নতুনভাবে আশার সঞ্চার হবে। ব্যাবসায়িক সিদ্ধান্ত আপনাকে লোকসানের হাত থেকে রক্ষা করবে। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।

কর্কট
কোনো পরিকল্পনা সফল হতে পারে। ব্যবসায় বাধা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

সিংহ 
কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা। ব্যবসায় মন্দাভাব কেটে যাবে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূলে থাকবে। স্বকীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সফলতা পাবেন। শুভ কাজে যুক্ত থাকুন।

কন্যা
নতুন কাজের সুযোগ আসবে। অস্থিরতা ও ধৈর্যহীনতার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। নিজেকে সংযত রাখুন। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।

তুলা 
কাজকর্মে উৎসাহ বাড়বে। বেকারদের রোজগারের রাস্তা হতে পারে। পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। চাপ থাকবে, সামলাতে হবে আপনাকেই। নিজের ওপর আস্থা রাখুন। বিতর্ক থেকে দূরে থাকুন।

বৃশ্চিক
কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। দৈহিক অস্বস্তি ও মনের ওপর চাপ বৃদ্ধি পাবে। কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। কিছু ব্যাপারে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। মন স্থির রাখুন।

ধনু
সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসবে। সীমাবদ্ধতাকে জয় করতে হবে। কাঙ্ক্ষিত ফলাফল পেতে ধৈর্য ধরতে হবে।

মকর
গৃহ, আবাসন, ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। নতুন অভিজ্ঞতা দূর ভবিষ্যতে পুরস্কৃত করবে। সময়ের সঠিক ব্যবহার করুন।

কুম্ভ 
পেশাদারদের আয় বৃদ্ধি ও নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া এড়িয়ে চলুন।  

মীন
আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যাবসায়িক কাজে অগ্রগতি। সামাজিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। সঠিক পরিশ্রমের ভালো ফল পাবেন। লেনদেনে আবেগ পরিহার করুন। মানসিক স্থিরতা বজায় রাখুন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।