ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেকে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
মমেকে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গে মোবারক হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে একজন করোনা পজেটিভ।

মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।  

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৭টি নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।