ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হুমায়ুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
বরিশাল স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হুমায়ুন ডা. মো. হুমায়ুন শাহীন খান

বরিশাল: বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন ডা. মো. হুমায়ুন শাহীন খান।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী ডা. মো. হুমায়ুন শাহীন খান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন বিভাগীয় পরিচালক পদে যোগদান করেছেন।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে যোগদানের প্রজ্ঞাপনে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ অধিশাখার উপ সচিব জাকিয়া পারভীন।

সোমবার (৩ জানুয়ারি) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক পদে ডা. মো. হুমায়ুন শাহীন খান কর্মস্থলে যোগদান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।