ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নেত্রকোনায় বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
নেত্রকোনায় বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু নেত্রকোনায় বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু

নেত্রকোনা: করোনা সংক্রমণ প্রতিরোধে নেত্রকোনায় বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ ভবনে ৬০ বছরের বেশি বয়সীদের ফাইজারের এ টিকা দেওয়া শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, যারা মোবাইলে এসএমএস পেয়েছেন শুধু তাদের টিকা দেওয়া হচ্ছে। জেলা শহরের একটি কেন্দ্রে প্রতিদিন ৫শ' জনকে এ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলাগুলোতে টিকা কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।