ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

১২ বছরের শিশুদের টিকা ১ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
১২ বছরের শিশুদের টিকা ১ নভেম্বর ফাইল ছবি

ঢাকা:  করোনা থেকে নিরাপদে থাকতে ০১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছরের স্কুলের ছাত্র- ছাত্রীদের টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে সারা দেশের স্কুলের ছেলে-মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।  

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের টিকার দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। ১২ থেকে ১৭ বছরের ছেলে মেয়েদের যে টিকা কার্যক্রম তার প্রস্তুতি প্রায় শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে। সে তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছি। তারা আজ আমাদের জানিয়েছে। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করে দিয়েছে। বাকি কাজটা স্কুল থেকে করবেন।  

তিনি বলেন, ১ নভেম্বর থেকে টিকা কার্যক্রম শুরু করতে পারবো। ঢাকায় ১২টি শীতাতাপনিয়ন্ত্রিত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের অন্য কার্যক্রমগুলোও চলমান থাকবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া কার্যক্রমও চলমান থাকবে। প্রথমে ঢাকায় ১২ টি কেন্দ্রে শুরু করছি। প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র আরও বাড়ানো হবে। আমরা সে চেষ্টা করছি। সারা দেশের স্কুলের ছেলে মেয়েদের টিকা দেওয়ার কার্যক্রম শুরুর ব্যবস্থা করছি।  

কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বরেন, একটু সময় নেবে। কারণ সকল কার্যক্রম তো আমরা করতে পারি না। শিক্ষা মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে সেটা আবার আমরা আইসিটি মন্ত্রণালয়ে দেই তারা নিবন্ধন করার পর। তারপর আমাদের কার্যক্রম। আমরা এখন যেটা ভাবছি সেটা ৪০ হাজারের মতো প্রতিদিন দিতে পারবো।

কতদিন দেওয়া হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, যতদিন তালিকা দেবে আমরাও টিকা দেবো। যে পর্যন্ত টিকা আমাদের হাতে থাকবে সে পর্যন্ত দিতে থাকবো। আমাদের কাছে যথেষ্ঠ টিকা রয়েছে। স্কুলের ছেলে মেয়েদের ফাইজার টিকা দিচ্ছি। সেটা আমাদের কাছে মজুদ আছে। নভেম্বর মাসে আরও ৩৫ লাখ টিকা আসবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮,২০২১ 
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।