ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: ৪৮ ঘণ্টায় আক্রান্ত শূন্য বাগেরহাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
করোনা: ৪৮ ঘণ্টায় আক্রান্ত শূন্য বাগেরহাটে

বাগেরহাট: সারাদেশের মত বাগেরহাটেও করোনা পরিস্থিতি উন্নতি ঘটছে। গেল দুইদিন ধরে বাগেরহাটে কারও করোনা শনাক্ত হয়নি।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পাওয়া রিপোর্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে সোমবার (১১ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৭০ জনের নমুনা পরীক্ষায়ও করোনা শনাক্তের সংখ্যা শূন্য ছিল। সবশেষ রোববার (১০ অক্টোবর) প্রাপ্ত রিপোর্টে ৬৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।  

এদিক দিয়ে সংক্রমণের হার অনেক নিম্নমুখি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্যবিভাগ ও সাধারণ মানুষ। তবে সংক্রমণের হার শূন্যে রাখতে সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ৯ উপজেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৯০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১৪৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।

অন্যদিকে সোমবার (১১ অক্টোবর) রাত পর্যন্ত বাগেরহাটে ৫ লাখ ৯২ হাজার ৯৭২ জন মানুষ অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে ৪ লাখ ৭৯ হাজার ৩১৩ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহিতাদের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৬ জন নিয়েছেন দুই ডোজ এবং ৩ লাখ ৯৫ হাজার ৪৯২ জন পেয়েছেন প্রথম ডোজ। বাগেরহাট জেলা স্বাস্থ্যবিভাগ এখন পর্যন্ত ৬ লাখ ৬৮ হাজার ২০০ টিকা পেয়েছে। বর্তমানে ৭৭ ৯১৮ ডোজ টিকা মজুদ রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, প্রথম থেকেই বাগেরহাট জেলাকে করোনামুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু মাঝে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেড়ে গিয়েছিল। বর্তমানে করোনা শনাক্তের হার অনেক কম। বেশিরভাগ দিনই একজন অথবা শূন্যের কোঠায় থাকে। গেল দুই দিনের রিপোর্টে বাগেরহাটে করোনা শনাক্তের হার শূন্য রয়েছে। এ থেকে আমরা মনেকরি বাগেরহাটে করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে এই অবস্থা ধরে রাখতে সবাইকে আরও বেশি সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। স্বাস্থ্যবিভাগও সবাইকে টিকা দেওয়ার করছে। অনলাইনে নিবন্ধন করে সবাইকে টিকা গ্রহণ করুন।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।