ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় ৮ মৃত্যু, আক্রান্ত নেমে এলো ৮০ জনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
সিলেটে করোনায় ৮ মৃত্যু, আক্রান্ত নেমে এলো ৮০ জনে

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা।

আর করোনা আক্রান্ত ৮০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৪৩ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ১৮ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৭ জনের।

মঙ্গলবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭৮০ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ৯৭ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪৭৮ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪২ জন। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৬৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারে ২১ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ১৯৭ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৬০ জন। উপসর্গ নিয়ে ১২৯ জন এবং আইসিইউতে রয়েছেন আটজন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।