ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
মমেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে।  এরমধ্যে দুইজন করোনায় এবং ছয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (২৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনায় মৃত দু’জন হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয়জন হলেন- ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনার হারুন অর রশিদ (৬৯), পূর্বধলার শামসুদ্দিন (৭০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৮৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। এছাড়াও একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।