ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
বরিশালে একদিনে আরও ৬ জনের মৃত্যু

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১৩২ জন।

আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন।

রোববার (২৯ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে ২ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ১ জন ও বরগুনায় ১ জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৮৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৩৫৮ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪৮ জন নিয়ে ১৭ হাজার ৭৮৭ জন, পটুয়াখালীতে নতুন ২৩ জন নিয়ে ৬ হাজার ১০ জন, ভোলায় নতুন ৩৪ জনসহ ৬ হাজার ৪০৪ জন, পিরোজপুরে নতুন ৭ জনসহ ৫ হাজার ১৪৮ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ৩ হাজার ৭১১ জন ও ঝালকাঠিতে নতুন ৭ জন নিয়ে ৪ হাজার ৫২৫ জন রয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৮ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৮ জনের মধ্যে ১৬ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১০৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৩ জন করোনা ওয়ার্ডে ও ৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে ১৯৬ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৭ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।