ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গুতে দিশেহারা শিশুরা 

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট, শোয়েব মিথুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
ডেঙ্গুতে দিশেহারা শিশুরা  মায়ের কোলে শিশু। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: একদিকে মহামারি করোনার থাবায় নাজেহাল দেশ। অন্যদিকে জোরেসোরে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৮ জন ভর্তি হয়েছে। এখন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯শ ৮৭ জন এবং অন্যান্য বিভাগে এখন মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর হয়েছে।  

রাজধানী শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালেও বেহাল দশা। বুধবার (২৫ আগস্ট) সরেজমিনে সেখানের চিত্র তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুন। হাসপাতালে একটি বেডে মশারির ভেতর একটি শিশুকে দেখা যাচ্ছে। সে কয়দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।  মশারির ভেতরেই মায়ের কোলে ঘুমাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একটি শিশু। হাসপাতালের একটি ওয়ার্ডে অভিভাবকসহ শিশুরা। ঘুমানোর চেষ্টা করছে আরেকটি শিশু।  অভিভাবকরা হাসপাতালে শিশুদের দেখভাল করছেন। ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে একটি শিশু। হাসপাতালের বেডে বসে খেলনা দিয়ে খেলছে আরেকটি শিশু।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।