ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করেনায় আরও ১০ মৃত্যু, আক্রান্ত ২৩০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
সিলেটে করেনায় আরও ১০ মৃত্যু, আক্রান্ত ২৩০ ...

সিলেট: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জনের জনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩০ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের ৯ জনই সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা।

করোনা আক্রান্ত ২৩০ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১১১ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২৪ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ২৮ করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৫ জনের। বুধবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭৩৮ জন, সুনামগঞ্জের ৭০ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ৯১ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৫৫ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭৯১ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩১১ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ২০ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ২১৮ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৫৫ জন। উপসর্গ নিয়ে ৫৩ জন এবং আইসিইউতে রয়েছেন ০৮ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।