ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে টিকা পাচ্ছেন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
রাজশাহীতে টিকা পাচ্ছেন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীরা রাজশাহীতে টিকা পাচ্ছেন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা শুধু মহানগরীর টিটিসি কেন্দ্র থেকে টিকা নিতে পারছেন।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. কাইয়ুম তালুকদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়েছে তারা সবাই টিকা পাবেন। শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকা কার্যকর হয়েছে। শিক্ষার্থীদের বাইরে অন্য পেশার কাউকে ১৮ বছরের বেশি ও ২৫ বছরের কম হলে টিকা দেওয়া হচ্ছে না।  

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজশাহী বিভাগে ৬৪ হাজার ৯৯৪ জন টিকা নিয়েছেন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ৭৪৬ জন। এদিন অ্যাস্ট্রাজেনেকা প্রথম ডোজের টিকা দেওয়া হয়নি। সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৮ হাজার ১১১ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ১৯ হাজার ১৪৪ জনকে। এছাড়াও মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৯৯৩ জন।

এদিকে, কেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা কেন্দ্রে অনেক শিক্ষার্থী ভিড় করছেন। বেশিরভাগ মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।

জানতে চাইলে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ আহমেদ বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন করেছিলাম। পরে এই কেন্দ্রে আসার বিষয়ে কর্তৃপক্ষ জানায়। আজ এসে টিকা নিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকে টিকা পেয়েছেন। ’ 

নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মানিক হাসান বলেন ‘গণমাধ্যমে দেখেছিলাম ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা টিকা পাবেন। এটি জানার পরে রেজিস্ট্রেশন করি। আজ টিকা নিয়ে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।