ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

স্বাস্থ্য

অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ নিতে লাগবে না এসএমএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ নিতে লাগবে না এসএমএস

ঢাকা: অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষারতদের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

অপেক্ষারতরা এখন থেকে এসএমএস না পেলেও টিকাকার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

সোমবার (২৩ আগস্ট) ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক জরুরি ঘোষণায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, যারা অ্যাস্ট্রাজেনেকা টিকার ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, এতদিনে এসএমএস চলে যাওয়ার কথা। তারপরও যদি কেউ না পায় তাহলে টিকাকেন্দ্রে গিয়ে কার্ড দেখালেই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে ভারত টিকা রপ্তানি বন্ধ করায় ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।